জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এ চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা। পরে এ ঘটনায় শুক্রবার সকালে আশুলিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, ‘একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে বলা হয়েছে আগামী ৫ থেকে ৯ তারিখের মধ্যে প্রশাসনে রদবদল না করলে বোমা মেরে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেয়া হবে।’
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়েছে। আমরা আশুলিয়া থানায় একটি জিডি করেছি। তবে এ ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছিনা।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়ালের কাছে জিডি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। এখন মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘চিঠিতে বলা হয়েছে আমার প্রশাসনিক কার্যক্রম ভালো না। প্রশাসনকে ৫-৯ তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেয়া হবে।’
তিনি বলেন, ‘চিঠিতে আরও বলা আছে- আমাদের অজ্ঞাতেই ওই দু’টি ভবনে টাইম বোমা ফিট করা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানিয়েছি। জিডি করেছি। পুলিশ ভবন দু’টি তল্লাশি করার কথা জানিয়েছে।’
ভিসি আরও বলেন, ‘আমরা আতঙ্কিত নই। তারপরও দায়িত্বের জায়গা থেকে পুলিশকে জানিয়েছি। এখন অনেক কিছুই হতে থাকবে। সামনে যেহেতু সিনেট নির্বাচন আছে।’