April 14, 2021, 11:47 am
ময়মনসিংহে কোরবানির পশুর চামড়া নিয়ে বেকায়দায় পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। সরকারের দেয়া দামের চেয়েও কমে চামড়া কেনার পরও বিক্রি করতে পাড়ছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা জানান, সকালে কোরবানি শুরুর পর থেকেই বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করছেন তারা। তবে, বিক্রি করতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কেনা চামড়া আড়তে দাম বলা হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা।
দাম না পেয়ে এরই মধ্যে পুঁজি হারানোর আশঙ্কায় পড়েছেন এসব ব্যবসায়ীরা। এদিকে, করোনার কারণে এবার চামড়ার দাম কম বলে জানান আড়তদাররা। এবার অন্যবারের চেয়ে চামড়া কম আসছে বলেও জানান তারা।
Leave a Reply