January 17, 2021, 9:38 am
মনিরুল ইসলাম : এক, দুই, তিন করে ২২ বছরে পা দিলো চ্যানেল আই। ‘২২-এ চ্যানেল আই, সামনে এগিয়ে যাই’ প্রতিপাদ্যে নিয়ে এবার পালিত হচ্ছে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী। বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন, আকাঙ্খা আর জীবনধারার প্রিয় সঙ্গী চ্যানেল আই তার পথচলার ২১ বছর পার করেছে। আজ বৃহস্পতিবার পা রাখলো ২২ বছরে।
চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের প্রধান সকল সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চ্যানেল আই’র ২২ বছরে পদার্পণ উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রের জন্য ‘পত্রিকা পড়ার গল্প’ শিরোনামে বিশেষ নিবন্ধটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত দুই দশকে ১ অক্টোবর তারিখটি বাংলাভাষী মানুষের মনের ক্যালেন্ডারে একটি উৎসবের দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এবার ক্ষুদ্রাতিক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর এক ভাইরাসের কারণে উৎসবের সেই সম্মিলনী থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ । প্রায় অনেকটা ঘরবন্দি জীবনের এ সময়ে এবারও জন্মদিনের উৎসব আয়োজন থাকছে যদিও সেটা শুধুই চ্যানেল আই’র পর্দায়।
বাংলাদেশ এগিয়ে চলেছে, আমরা এগিয়ে চলেছি, সগৌরবে আমরা বলতে পারছি: ২২-এ চ্যানেল আই, সামনে এগিয়ে যাই।
Leave a Reply