January 17, 2021, 8:39 am
আইপিএলে অবশেষে রানের দেখা পেলেন ভিরাট কোহলি। অধিনায়কের দারুণ ফিফটিতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় রাজস্থান। ব্যাট হাতে রাজস্থানকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ১০ ওভারে ৭০ রানে ৪ উইকেট হারায় তারা। তবে পাঁচ নম্বরে নামা মাহিপল লমরোরের ৩৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রানের সুবাদে লড়াইয়ে ফেরার পথ পায় রাজস্থান। আর শেষদিকে, রাহুল তিওয়াতির ১২ বলে ৩টি ছক্কায় অপরাজিত ২৪ ও ইংল্যান্ডের জোফরা আর্চারের ১০ বলে অপরাজিত ১৬ রানে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪।
জবাবে ১৫৫ রানের লক্ষ্যে পৌছাতে মোটেও বেগ পেতে হয়নি ব্যাঙ্গালুরুকে। ৫ বল বাকী রেখেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। তরুণ ওপেনার দেবদূত পাডিক্কাল ও অধিনায়ক কোহলি জোড়া হাফ-সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ৫৩ বলে অপরাজিত ৭২ রান। তার ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল। আর ৪৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন পাডিক্কাল। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ব্যাঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্র চাহাল।
বহুল আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তমআসর শুরু হয় ১৯ সেপ্টেম্বর। এবারই প্রথম কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে বিশ্বের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি লিগ। করোনা পরিস্থিতির মধ্যে আইপিএলের এবারের আসর নিয়ে বেশ শঙ্কা ছিল। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আয়োজিত হচ্ছে আইপিএল। তবে ভারতে করোনার প্রকোপ বেশি বলে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে টুর্নামেন্টটির এবারের আসর।
Leave a Reply