January 22, 2021, 2:53 am
মনিরুল ইসলামঃ ফুলেল শুভেচ্ছা, গান আর আনন্দে পালিত হলো মিডিয়া কারিগর নজরুল রাজের জন্মদিন । নজরুল রাজ একদিকে অভিনেতা, প্রযোজক, গল্পকার, ভালো সংগঠক, সাবেক ছাত্র নেতা। তাই তো তার জন্মদিনে অতিথির কমতি ছিলো না। শোবিজের মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই আসেন ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ছিলো চলচ্চিত্র পরিচালক, কন্ঠশিল্পী, চলচ্চিত্র নায়ক- নায়িকা, মডেল, বিনোদন সাংবাদিক, টিভির শিল্পী কলাকুশলীরা।
বিজয়ের মাস ডিসেম্বরের পহেলা ডিসেম্বর সন্ধ্যায় বনানীর গিটার স্টিং রেস্টুরেন্টে এই জন্মদিন উদযাপিত হয়। কেক কাটেন ঘটা করে উপস্থিত অতিথিদের নিয়ে।
কেক কাটার পর শুরু হয় সংগীত আয়োজন। সংগীত পরিবেশন করেন মাহফুজা মমো, তামান্না প্রমিত, দেবাশীষ বিশ্বাস, আকিব বিন, স্বপ্নীল সজীব।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, যুব লীগ নেতা সোহেল শাহরিয়ার রানা, নায়িকা- অভিনেত্রী অন্জনা, নৃত্যু পরিচালক ইউসুফ খান, নায়ক ইমন, সায়মন সাদিক, আমান খান, শিরীন শীলা, নাদিম খান, হুমায়রা শোভা, ফারহিন খান, মডেল ইমিসহ আরও অনেকে।
সুঅভিনেতা নজরুল রাজ ইতোমধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র ও নাটকে। বর্তমানে ব্যস্ত রয়েছেন নাটক নিয়েই। ইভেন্ট ম্যানেজমেন্টেও দক্ষ নজরুল রাজ।
নজরুল রাজ বলেন, জন্মদিনে অসংখ্য ভক্ত-শুভানুধ্যায়ীর ভালোবাসা পেড়েছি। সকলে আমাকে ভালোবেসে আমার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা। করোনাকালীন সময় বলে বড় পরিসরে জন্মদিন পালনের আয়োজন করিনি। গত জন্মদিনে আমার মা ছিলেন। আজ নেই। চলে গেছেন পরপারে। মা ছিলেন দুনিয়াটা আমার ছিল। আজ যাদের মা আছেন তাদের দুনিয়া আছে। মাকে আজ বড়ই মনে পড়ছে।
উল্লেখ্য, নজরুল রাজের মা সায়রা বেগম এ বছর বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।
Leave a Reply