May 18, 2022, 9:33 am
করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান । রবিবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে করোনা টিকাদান কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক ও ইউটিউবের গুজবে কান না দিয়ে আমাদের সকলকে কোভিট-১৯ এর টিকা নিতে হবে।’
উদ্বোধনের পর প্রথম টিকা নেন মুক্তিযোদ্ধা শাহ আলম। এর পর নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এম আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১৫টি কেন্দ্রে চার হাজার ৬৮৫জনকে টিকা দেওয়া হবে। আজ ৪৯জনের মাঝে টিকা দেওয়া হয়েছে।
Leave a Reply