April 14, 2021, 10:33 am
ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সরকারিভাবে (জিটুজি) আরো সাড়ে ৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দরপত্র ছাড়াই চাল কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, খাদ্য মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওই চাল সংগ্রহ করবে।
তিনি বলেন, যেহেতু টেন্ডার করলে পরে পাওয়া যায় না। সময় অনেক বেশি লাগে, এছাড়া দামও ওঠানামা করে, দাম আমাদের পক্ষে আসে না। প্রাইসও এখন আফওয়ার্ড ট্রেন্ডের দিকে আছে। তাই এই প্রক্রিয়ায় চাল সংগ্রহ করবে খাদ্য মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন সোর্স থেকে কেনার চেষ্টা করছি, যাতে এক জায়গায় ফেইল করলে অন্য জায়গা থেকে সেটা সামাল দেয়া যায়। রিস্কটাকে আরো কমিয়ে আনার জন্য বিভিন্ন সোর্স থেকে কেনার চেষ্টা করছি।
অর্থমন্ত্রী বলেন, চালের দামটা এখনও ঠিক হয়নি। আমরা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি থেকে অনুমোদন দিয়েছি, যেন তারা দরদাম ঠিক করতে পারে। আলোচনার জন্য অনুমোদন দেয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত বৈঠকে নীতি পরিবর্তন করে মাত্র ১০ দিন মেয়াদী দরপত্রের মাধ্যমে সাড়ে ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন নেয়া হয়েছিল।
আজকের বৈঠকে জিটুজি ভিত্তিতে আরো সাড়ে তিন লাখ টন আমদানির অনুমোদন নেয়া হলো। সবগুলো পরিকল্পনাই বাস্তবায়নাধীন।
Leave a Reply