April 14, 2021, 11:32 am
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচন আজ। এ নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই উৎসবের আমেজ বিরাজ করছে চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসিতে। এবারের নির্বাচনে প্যানেল হয়েছে ৩টি। সোহানুর রহমান সোহান-শাহীন সুমন, কাজী হায়াত-এস এ হক অলিক এবং শাহ আলম কিরণ-সাফি উদ্দিন সাফি। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ প্রকটভাবে আসায় পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী রীতিতে। সে অনুযায়ী নির্বাচনের দিন এফডিসির মূল ফটক থাকবে বন্ধ। ভোটার কার্ডধারীরাই শুধু ঢুকতে পারবেন এফডিসিতে। এবারের নির্বাচনে সম্পূর্ণ নতুন প্রার্থী হয়েছেন দীপংকর দীপন, নোমান রবিন, মুরাদ পারভেজ, রফিক সিকদার, ডা. বুলবুল বিশ্বাস, মনিরুল ইসলাম সোহেল, সাইফ চন্দন ও মাসুমা তানি।
এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪২ জন। সর্বমোট ভোটার সংখ্যা ৩৬১। যার মধ্যে ৯১ জন আছেন টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ সদস্য। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন আব্দুল লতিফ বাচ্চু। দুই কমিশনার হিসেবে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গেল বছরের ৩১শে ডিসেম্বর। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্বাচন পিছিয়ে যায়। সবশেষ নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল।
Leave a Reply