বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী নিতে চায় মালয়েশিয়া ডিজিটাল স্টার্টআপে আড়াই কোটি টাকা বিনিয়োগের ঘোষণা রবির আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছেঃ টমি মিয়া কফি জায়ান্ট ক্রিমসন কাপ এখন মিরপুরে বাচসাস’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও বাচসাস সম্মাননা অনুষ্ঠান কাল শনিবার বাচসাস’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও বাচসাস সম্মাননা অনুষ্ঠান কাল শনিবার বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয় ক্যান্সার আক্রান্ত নৃত্য পরিচালক বাবুলের পাশে সহযোগিতায় দাঁড়ালেন নরসিংদির কাদির মোল্লা সিত্রাং: ৩ বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ কৃষক শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রখ্যাত অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

ঢাকা: দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, পরিবারের লোকজন ওনাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইসিজির পরে রাত ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ১৯৪৪ সালে তার জন্ম। পড়েছেন ইতিহাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর অর্থনীতি নিয়ে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে। পিএইচডিও করেছেন অর্থনীতিতেই। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য পাকিস্তানের সামরিক আদালতে তার ১৪ বছরের সশ্রম কারদণ্ড হয়েছিল।

বর্ণাঢ্য কর্মজীবন:

ড. আকবর আলী খান দেশ স্বাধীনের পর জাতীয় রাজস্ব বোর্ডের সভাপতি, অর্থ মন্ত্রণালয়ের সচিব, শেষে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালনের পর সরকারি চাকরি থেকে অবসরে যান। এক-এগার সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেছেন তিনি।

অবসরের পর তিনি লেখালেখিতে মনযোগ দেন। ইতিহাস, সমাজনীতি, অর্থনীতি, সাহিত্যের ওপর তার লেখা বই বেশ সমাদৃত হয়েছে পাঠকের কাছে। তার মোট ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয়ের ওপর। এগুলোর মধ্যে রয়েছে- হাম্পটি ডাম্পটি ডিসঅর্ডার অ্যান্ড আদার এসেস, গ্রেশাম’স ল সিন্ড্রম অ্যান্ড বিঅন্ড, দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ডিসকভারি অব বাংলাদেশ, আজব ও জবর আজব অর্থনীতি, চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন, অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি, বাংলায় ইসলাম প্রচারে সাফল্য: একটি ঐতিহাসিক বিশ্লেষণ এবং দুর্ভাবনা ও ভাবনা: রবীন্দ্রনাথকে নিয়ে। পুরানো সেই দিনের কথা- নামে সর্বশেষ তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.