April 14, 2021, 11:38 am
ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে ৪৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে আগুন লাগে। খবর এনডিটিভির।
আগুন লাগার সময় ব্যাগ উৎপাদনকারী কারখানাটির ভেতরে শ্রমিকেরা ঘুমিয়েছিলেন।
খবর পেয়ে দমকল বাহিনীর ৩০টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ভেতর থেকে ৫০ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল সূত্রে জানা গেছে, অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাস বন্ধ হয়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের।
দমকলের উপ-মুখ্য আধিকারিক সুনীল চৌধুরী বলেন, ভবনটির ভেতরে খুব অন্ধকার ছিল। ভেতরে স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
Leave a Reply