April 14, 2021, 10:36 am
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’ র ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯ টায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে শহীদ আসাদ পরিষদ পূষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধেয় নেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার শপথ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগান চেয়ারম্যান অ্যাড. কাজী আবদুল্লাহ আল মামুন, শহীদ আসাদ পরিষদ এর সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, শহীদ আসাদ পরিষদ এর প্রচার সম্পাদক রেজোয়ান সিদ্দিকী ডালিম, শ্রমিক নেতা হানিফ শেখ, আবদুল খালেক, আবদুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নেতা লিয়াকত আলী, আব্দুস সাত্তার, জয়নাল আবেদীন, ভাসানী ন্যাপ নেতা মাহবুবুর রহমান, নারী নেত্রী জেসমিন আক্তার প্রমুখ । শপথ পাঠের পর প্রচারপত্র বিতরণ করা হয় ।
Leave a Reply