March 3, 2021, 12:44 pm
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ও সবুজ আন্দোলনের সহযোগিতায় “মানবতার সংকট ঃ আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। আলোচনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নজরুল কবির, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক।
সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ড. রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের আহ্বায়ক লোকমান হায়দার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “এ বছর শীতের তীব্রতা অনেক বেশি। শীতের কারণে ছিন্নমূল মানুষের জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। তাদের দুর্ভোগ কমাতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার এখনই সময়। প্রচন্ড শীতে বাংলাদেশে মানবিক সংকট সৃষ্টি হওয়ার পূর্বে আমাদের সকলকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে।”
Leave a Reply