April 14, 2021, 11:00 am
করোনাCovid-19) মহামারীতে খাদ্য সংকটে পড়া জনগণকে ‘মানবিক সহায়তা‘-এর ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ‘ খাদ্য সামগ্রী উপহার ’ পৌছে দিচ্ছে গফরগাঁও উপজেলা ছাত্রদল ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, ইতিমধ্যে ছয় হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরনের পর আজ থেকে আরও চার হাজার পরিবারে বিতরন শুরু করেছে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
গফরগাঁও উপজেলা ছাত্রদল নেতা ইন্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল ও শরিফুল ইসলামের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরনে কাজ করছে গফরগাঁও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ।
ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রুবেল ও শরিফ জানায় , অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী উপহার পৌছে দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সাধারণ চালের পাশাপাশি পোলাউ চাল, সেমাই, চিনি, নুডুলস, মুড়ি, বিস্কুট।
Leave a Reply